সিরাজগঞ্জ পৌরসভাকে ডিজিটাল ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা এবং ভিশন ২০২১ বাস্ত .....
সিরাজগঞ্জ পৌরসভার সংক্ষিপ্ত ইতিহাস
১৮০৯ সালের দিকে খয়রতি মহল রুপে জমিদারী সেরেন্তায় লিখিতভূতের দিয়ার নামের মৌজা নিলামে ক্রয় করিয়া বেলকুচি থানার সিরাজ উদ্দিন চৌধুরী নামক একজন জমিদার সিরাজগঞ্জ শহরের ভিত্তি স্থাপন করেন। তারই নাম অনুসারে আজকের সিরাজগঞ্জ। এ শহরের পূর্ব পাশ্ব দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদী। যার উপর দিয়ে নির্মিত হয়েছে বঙ্গবঙ্গু সেতু। যাহা পূর্ব .....